About(সম্বন্ধে)

এটি একটি ইসলামি ব্লগ

এতে আপনারা বিশুদ্ধ  পাশাপাশি অশুদ্ধ কিতাব/বই/গ্রন্থ পাবেন।

পাশাপাশি বাতিল বা সম্পূর্ণ অশুদ্ধ  বা আংশিক অশুদ্ধ কিতাব/বই/গ্রন্থ পাবেন যাচাইয়ের জন্য।

জাজাকাল্লাহু খাইরান

[ইনশাআল্লাহ সকলেই উপকৃত হবেন  ]

আল্লাহ তাআলা বলেন:

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

‘ঐ ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো আর ঘোষণা করলো: ‘আমি একজন মুসলমান’ [সুরা: হা-মীম আস-সিজদাহ/সূরা আশ-শুরা সুরা নং-৪১ , আয়াত-৩৩ ]

সূরা নাহলের ১২৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ (125)

“(হে রাসূল! মানুষকে) আপনার প্রতিপালকের দিকে আহ্বান করুন প্রজ্ঞা (পূর্ণ কৌশল)  ও সদুপদেশের মাধ্যমে এবং  তাদের (বিরোধীদের) সাথে এমন পন্থায় বিতর্ক করুন যা সবচেয়ে ভাল। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং যারা সঠিক পথে আছে তাদের সম্পর্কেও তিনিই সমধিক জ্ঞাত।” (১৬:১২৫)

অর্থাৎ তোমাদের মধ্যে একদল এমন হওয়া উচিৎ যারা কল্যাণ বা ইসলামের দিকে লোকদেরকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজে নিষেধ করবে। আর তারাই হচ্ছে কামিয়াব বা সফলকাম।” (সুরা আলে-ইমরান-১০৪)

কেহ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা”[সহীহ-মুসলিম:২৬৭৪]

কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেয়ো না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়।” (ইমাম ইবনে তাইমিয়াহ)

পরিচালকের অনুরোধঃ কুরাআনুল কারিমের প্রসিদ্ধ ও বিশুদ্ধ তাফসির , বিশুদ্ধ  হাদিসের কিতাবগুল যা আরব বিশ্বের  সাহাবি/তাবেই /তাবেতাবেইন্ /আলেমেদীন  এদের অক্লান্ত শ্রমের ফসল  অথচ এদের  কিতাব/বই থাকে দোকানদারদের কাছে  অবিক্রীত অবস্থায়। অপরদিকে ভারতবর্ষের আলেম(উলামাএ হিন্দের) কিতাব/বইগুলো সগর্বে বুক সেলফে দাঁত বের করে হাসছে আমাদের মসজিদ থেকে ঘর পর্যন্ত। আমাদের উচিৎ ইসলামের উৎপত্তি ও বিকাশ যেহেতু জাজিরাতুল আরবের মহামানবদের দারা সেহেতু তাঁদের কিতাব/বই পড়া।

5 Comments

5 thoughts on “About(সম্বন্ধে)

  1. তোমাদের মধ্যে তার অপেক্ষা কে অধিক উত্তম যে মানুষদিগকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে এবং বলে নিশ্চয় আমরা মুসলমান ।(আল-কুরান)

  2. মাওলানা মুহাম্মাদ আব্দুর রহিমের বেশ কয়েকটি ভাল বই রয়েছে যা উনি তার শেষ কালে লিখেছিলেন গণতন্ত্র,পুঁজিবাদ ইত্যাদির বিরোধিতা করে ও সত্যিকার নির্ভেজাল(গণতন্ত্র ও জাতীয়তাবাদহীন) ইসলামী বিপ্লব,ইসলামী রাষ্ট্র তথা খিলাফাহ এর পক্ষ নিয়ে।বইগুলো ৮০র দশকে লেখা হলেও এখনো সময়োপযোগী।বইগুলো এখন সহজে বাজারে পাওয়া যায় না।(বইগুলোর কথাবার্তা বর্তমান জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সম্পূর্ণ বিপরীতধর্মী হওয়ায় সম্ভবত আর ছাপানো হয় না।আল্লাহু আ’লাম) আপনারা বইগুলো পড়ে দেখেন।বইগুলোর লিঙ্ক ১।গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব http://www.mediafire.com/?wk919ci6acp5wcx ২।প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য http://www.mediafire.com/?0dnrhtnzvab5ifc৩।বাংলাদেশের মুসলমানরা মজলুম ও মাহরুম http://www.mediafire.com/?bixl22911gwax3l ৪। গণতান্ত্রিক ব্যবস্থা ও শুরায়ী নিজাম by মাওলানা মুহাম্মাদ আব্দুর রহিম http://www.mediafire.com/?dr6sbkautvmv64g ৫।ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্যby মাওলানা আব্দুর রহিম http://www.mediafire.com/?j4b6bgtz5ab5noz

  3. ভাই আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

    কুরআন, হাদিস, ইসলামী বই এবং ইসলামী ওয়েব লিংকের জন্য নিচের সাইটি অনেকের কাজে লাগতে পারে।

    http://banglaquranhadith.com/

    Jazak Allāh

  4. “কেহ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা” [সহীহ মুসলিম: ২৬৭৪]

Leave a comment